১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘হিজবুল্লাহর ড্রোন ইসরাইলের বিমান প্রতিরক্ষার জন্য প্রকৃত চ্যালেঞ্জ’

- ছবি : মিডল ইস্ট মনিটর

লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ৮ অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১১ জুন) ইসরাইলি সেনাবাহিনী এই ব্যর্থতা স্বীকার করেছে।

ইসরাইলি আর্মি রেডিওর এক প্রতিবেদন অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহ ব্যবহৃত ড্রোনগুলো এমন এক হুমকি, যার কোনো সমাধান নেই তাদের কাছে নেই। তারা আরো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন আটকানো রকেট এবং ক্ষেপণাস্ত্র বাধা দেয়ার চেয়ে বেশি কঠিন।

সোমবার ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর চারটি ড্রোনকে আটকাতে ব্যর্থ হয়েছে। সেগুলো সফলভাবে উত্তর ইসরাইলে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এরপর বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

আর্মি রেডিও জানিয়েছে যে হিজবুল্লাহ ড্রোনগুলোকে আটকানো নানা কারণে সম্ভব হচ্ছে না। বিশেষত ড্রোনের আকার, লক্ষ্যে পৌঁছানোর আগে এটির উৎক্ষেপনের সময় এবং লক্ষ্যযুক্ত স্থানগুলোর ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

সেনাবাহিনী অতিরিক্ত প্রযুক্তিগত উপায় বিকাশের জন্য ইউক্রেন এবং সৌদি আরবে পরিচালিত ড্রোন হামলা থেকে শিক্ষা নেয়ার কাজ করছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement