১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুদৃষ্টির নেতিবাচক প্রভাবে মিসরীয় ছোট্ট হাজির মৃত্যু!

ইহরাম পরিহিত ইয়াহইয়া মোহাম্মদ রমজান - ছবি : সংগৃহীত

মিসরের ছোট্ট হাজি ইয়াহইয়া মোহাম্মদ রমজান ইন্তেকাল করেছে। ইয়াহইয়ার মা ইহরাম পরিহিত ছোট্ট ছেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর সে মারা যায়। সেই থেকে খবর ছড়িয়েছে যে- কুদৃষ্টির নেতিবাচক প্রভাবে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার আরবি সংবাদমাধ্যম ‘অ্যারাবি২১’ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ছোট্ট ইয়াহইয়ার মৃত্যুতে তার মাতৃভূমি মিসরের কুফর আল শেখে চলছে শোকের মাতম।

একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যু সংক্রান্ত একটি পোস্টও, যার বাংলা অনুবাদ এমন- ‘কুদৃষ্টি সত্য। হারাম শরিফে মিসরের কনিষ্ঠ হাজি ইয়াহইয়া মোহাম্মদ মৃত্যুবরণ করেছে। ইয়াহইয়ার মা ইহরাম পরিহিত ছোট্ট ছেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই সে মারা যায়। মা-বাবার সাথে হজ করার সময় প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইয়াহইয়া মোহাম্মদ।’

সংবাদমাধ্যম আল-খালিজও দাবি করেছে যে- ‘বাবা-মায়ের হজ পালনের সময় উচ্চ তাপমাত্রা সহ্য করতে না পেরে শিশুটি মারা যায়।’

অপরদিকে, মিসরীয় সংবাদমাধ্যম ‘আল-ওয়াতান’ শিশুটির এক স্বজনের সূত্রে উল্লেখ করেছে, মা-বাবার হজ পালনের সময় তাপমাত্রা সহ্য করতে না পেরে ইয়াহইয়ার মৃত্যু হয়েছে- বিষয়টি সঠিক নয়।

আল-ওয়াতান নিশ্চিত করেছে যে- বাবার কর্মসূত্রে ইয়াহইয়া তার পরিবারের সাথে সৌদি আরব থাকত। সে যখন তার ভাইবোনদের সাথে তাদের ফ্ল্যাটের ছাদে খেলছিল, তখন হঠাৎ ছাদ থেকে পড়ে যায় সে এবং পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াহইয়ার ওই স্বজন আরো নিশ্চিত করেছেন যে- জানাজা শেষে সৌদি ভূখণ্ডেই তাকে দাফন করা হয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইয়াহইয়ার ছবি সাম্প্রতিক সময়ের নয়; বরং আরো আগের, তার মা-বাবার সাথে ওমরাহ করার সময়ে তোলা হয়েছিল এগুলো।

সূত্র : অ্যারাবি২১, আলওয়াতান ও আলখালিজ


আরো সংবাদ



premium cement
মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

সকল