বন্দীদের মুক্তির বিষয়ে হামাসের সাথে সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুন ২০২৪, ১০:১৬
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে সংগঠনটির সাথে সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, গাজা বন্দী আমেরিকান নাগরিকদের মুক্তির বিষয়ে বাইডেন প্রশাসন হামাসের সাথে সরাসরি আলোচনার কথা বিবেচনা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে এবং এতে ইসরাইল অন্তর্ভুক্ত হবে না।
গাজায় মার্কিন নাগরিকত্বধারী পাঁচজনকে বন্দী করে রাখা হয়েছে।
এ খবরের পর বন্দীদের বাবা-মা বলেছেন, ‘আমরা রিপোর্টে দেখেছি যে- মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় বন্দিদশা থেকে মার্কিন নাগরিকদের মুক্ত করার বিষয়ে হামাসের সাথে সরাসরি আলোচনার কথা ভাবছে।’
তারা আরো বলেন, ‘আমরা যেকোনো আলোচনাকে স্বাগত জানাই যা আমাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে দিতে পারে যারা 8 মাসেরও বেশি সময় ধরে বন্দী অবস্থায় আছে।’
তারা বলেন, আমরা প্রার্থনা করি যে- বন্দী থাকা প্রতিটি পরিবার দ্রুত তাদের প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হবে।
সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা