১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় জাতিসঙ্ঘ স্কুলে হামলায় ১৭ উগ্রবাদী নিহত : ইসরাইল

- ছবি : বাসস

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ‘মধ্য গাজায় জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলে বিমান হামলায় ১৭ উগ্রবাদী নিহত হয়েছে। এর আগে, তারা নয়জনের নিহত হওয়ার কথা বলেছিল।

জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত ওই স্কুলে ইসরাইল বৃহস্পতিবার হামলা চালায়।

স্কুলটি মধ্য গাজার নসিরাত এলাকায় অবস্থিত। এখানে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

নিকটবর্তী আল আকসা মার্টাস হাসপাতাল বলছে, এ হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে।

কিন্তু ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট এই হামলা চালানোর পর ইসরাইলি বাহিনী ১৭ জন উগ্রবাদীর পরিচয় নিশ্চিত করেছে যারা এখান থেকে কার্যক্রম পরিচালনা করতো।

তবে, ফিলিস্তিনি সংগঠন হামাসের মিডিয়া কার্যালয় ইসরাইলের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করে বলেছে, তারা যে তিন ব্যক্তিকে মৃত হিসেবে তুলে ধরেছে তারা এখনো জীবিত এবং অন্য একটি হামলায় দু’জন নিহত হয়েছে। স্কুলে হামলায় কমপক্ষে ১৪ শিশু নিহত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ইসরাইলি সেনা মুখপাত্র রিয়ার এডমিরাল ডানিয়েল হাগারি বলেন, স্কুলের তিনটি ক্লাশরুমে যুদ্ধবিমানের হামলায় নয়জন নিহত হয়েছে।

তিনি বলেন, ইসলামিক জিহাদ ও হামাসের প্রায় ৩০ উগ্রবাদী সেখানে লুকিয়ে ছিল।

এ দিকে, জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণাথী সংস্থার প্রধান ফিলিপ্পে লাজ্জারানি বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই ইসরাইল এ হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চালানো অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৭৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল