০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নতুন সলিড জ্বালানির ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার হাউছিদের

নতুন সলিড জ্বালানির ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার হাউছিদের - ফাইল ছবি

ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা তাদের অস্ত্রভাণ্ডারে এক নতুন সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে। এই ক্ষেপণাস্ত্রের সাথে ইরানের আগে প্রদর্শিত এক ক্ষেপণাস্ত্রের খানিকটা মিল রয়েছে। তেহরান দাবি করেছিল, ওই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে উড়তে সক্ষম।

সোমবার আকাবা উপসাগরের দক্ষিণে ইসরায়েলের আইলাত বন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা এই নতুন 'ফিলিস্তিন'” ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রের মাথার অংশে ফিলিস্তিনি চেক-কাটা রুমাল কেফিয়ার মতো আঁকা হয়েছে।

হামলার সময় বিপদঘন্টি বা সাইরেন বাজানো হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি বলে জানা গেছে।

বুধবার বিকালে হাউছিদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিন নামক ক্ষেপণাস্ত্রকে উত্থাপিত করা হচ্ছে এবং একে একটি মোবাইল লঞ্চার বলে মনে হয়েছে; এটি দ্রুত বাতাস ভেদ করে উপরে উঠে যাচ্ছে এবং এর ইঞ্জিন থেকে গলগল করে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে।

সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সাদা ধোঁয়া সাধারণ ব্যাপার।

তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক দ্রুত স্থাপন ও নিক্ষেপ করা যেতে পারে সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র। হাউছিদের জন্য এটা একটা প্রধান উদ্বেগের বিষয়। কারণ, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি বার বার তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-স্থলকে লক্ষ্যবস্তু করেছে, যেখান থেকে লোহিত সাগরে জাহাজের উপর বিদ্রোহীরা লাগাতার হামলা চালায়।

জাতিসঙ্ঘের অস্ত্র নিষেধাজ্ঞা

হাউছি বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিন নামক এই ক্ষেপণাস্ত্র 'স্থানীয়ভাবে তৈরি।' তবে, ইয়েমেনে ঘরোয়াভাবে জটিল ক্ষেপণাস্ত্র নির্মাণ ও তার পরিচালন ব্যবস্থা সম্পর্কিত সক্ষমতা হাউছিদের নেই বলেই জানা যায়।

এদিকে পাশ্চাত্যের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতিসঙ্ঘ অস্ত্রবিষয়ক নিষেধাজ্ঞা সত্ত্বেও হাউছিরা বারবার ইরানের অস্ত্রে সজ্জিত হয়েছে। ইরান দাবি করছে, তারা হাউছদের অস্ত্র সরবরাহ করে না; অথচ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রশক্তি যে সব জাহাজ বাজেয়াপ্ত করেছে তাতে ইরানের অস্ত্র, ক্ষেপণাস্ত্রের জ্বালানি ও উপাদান পাওয়া গেছে।

মার্চ মাসে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এক অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে দাবি করে, হাইছিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ও গবেষক ফ্যাবিয়ান হিঞ্জ লেখেন, "আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ‘ফিলিস্তিন’ ঠিক কোন ধরনের অস্ত্র, তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এটা ইরানের দেয়া এক উন্নততর ও সুনির্দিষ্টভাবে পরিচালিত সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র।"

হাইপারসনিক অস্ত্র ম্যাক ৫-এর চেয়ে অনেক বেশি গতিতে ওড়ে। গতি ও আকস্মিক বাঁকবদলের কারণে এই অস্ত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ফিলিস্তিন নামক ক্ষেপণাস্ত্র কতটা ভালো ও কোন গতিতে উড়বে তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল