১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ইসরাইলের ব্যাপক বোমা হামলা, যুদ্ধবিরতি নিয়ে আবারো আলোচনা শুরু

- ছবি : বাসস

ইসরাইল গাজার মধ্যাঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এ দিকে, যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিশ্চিতে একটি চুক্তিতে পৌঁছাতে আন্তর্জাতিক আলোচনা পুনরায় শুরু হয়েছে।

বুধবার রাতভর ইসরাইল মধ্য গাজায় বোমা হামলা চালানোর পর ফিলিস্তিনি কর্মকর্তারা বেশ কিছু হতাহতের খবর জানিয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতেও ইসরাইল বোমা ও গোলা হামলা জোরদার করেছে। এর আগে, ইসরায়েলি বাহিনী বুরেজ ও পূর্বাঞ্চলীয় দেইর আল বালাহতে সুনির্দিষ্ট অভিযান চালানোর ঘোষণা দেয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, আল-মাগহাজি ক্যাম্পের কাছে ইসরাইলি হামলায় ১১ জন এবং দেইর আল বালাহর কাছে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

দাতব্য সংস্থা ‘মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার্স’ বলেছে, মঙ্গলবার থেকে এ পর্যন্ত মধ্য গাজায় ইসরাইলের ব্যাপক বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত এবং ৩০০-এর বেশি আহত লোককে আল আকসা হাসপাতালে নেয়া হয়েছে।

গাজায় সংস্থাটির চিকিৎসা উপদেষ্টা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বলেন, হাসপাতালের মেঝেতে ও সামনে আহত লোকজন পড়ে আছে। প্লাস্টিকের ব্যাগে করে লাশ আনা হচ্ছে।

এ দিকে, ছয় সপ্তাহের জন্যে যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়ার বিনিময়ে বন্দী মুক্তি এবং ত্রাণ সহায়তা জোরদারের তিন ধাপের যে ইসরাইলি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুলে ধরেছেন তাতে সমর্থন দিচ্ছে জি-৭ ভুক্তসহ কয়েকটি আরব দেশ। যদিও হামাসের দাবি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। হামাসের এ দাবি ইসরাইল স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে।

আলোচনার সাথে সম্পর্কিত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, কাতারের দোহায় বুধবার হামাসের সাথে দেশটির প্রধানমন্ত্রী, মিসরের গোয়েন্দা প্রধান যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে আলোচনা করেন।

তবে, বৈরুতে মঙ্গলবার হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা অন্তহীন আলোচনা চায়।

তিনি তার গ্রুপের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, স্থায়ী যুদ্ধবিরতির শর্ত ছাড়া কোনো চুক্তিই মেনে নেয়া হবে না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।

গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৫৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে : নুর তারেক রহমানই আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন : কায়াস মাহমুদ বদলি হলেন সদরপুরের ইউএনও আল মামুন জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল আফগানিস্তান গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ২৫ প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম

সকল