০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা নেতানিয়াহুর

- ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার প্রস্তুতি নিতে থাকা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় তিনি ওই অভিনন্দন জানান।

এক্সবার্তায় নেতানিয়াহু বলেন, ‘টানা তৃতীয় বারের মতো নির্বাচনে জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি, তার নতুন মেয়াদে ভারতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক এক নতুন উচ্চতা স্পর্শ করবে। বাধাই হো (অভিনন্দন)!’

এদিকে, ভারতের নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার, তার চেয়ে কম থাকলেও নতুন সরকার গঠন করতে জোট সঙ্গীদের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সব দলের পক্ষ থেকে তাদের সমর্থন নিশ্চিত হয়েছে বলে দলটি ঘোষণা দিয়েছে।

দলটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতি বলা হয়েছে, নরেন্দ্র মোদিকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা ২১ নেতার মধ্যে রয়েছে তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা এন চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) এক প্রতিনিধির নাম।

লোকসভায় কাঙ্ক্ষিত ২৭২ আসন নিশ্চিত করতে এই দুটি দলের সমর্থন বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে সরকার গঠন করতে শরিকদের পাশে পাওয়ার ব্যাপারে বিজেপির আত্মবিশ্বাসে আর কোনো ঘাটতি থাকার কথা নয়।


আরো সংবাদ



premium cement