১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার প্রস্তাব পাস

- ছবি : ইউএনবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্রের আইনসভায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির একটি আইন পাস হয়েছে।

গত মাসে ইসরাইল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আইসিসির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। এরপর ২৪৭টি ‘হ্যাঁ’ ভোটে (১৫৫টি ‘না’ ভোট) প্রস্তাবটি পাস হয়। হামাসের সাথে যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করলেও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইসরাইলের প্রতি ঐক্য প্রদর্শনেরই প্রকাশ।

অবশ্য, মঙ্গলবার সিনেটে প্রস্তাবটি সমালোচিত হওয়ার পর তা সামান্য ব্যবধানে সমর্থন পেয়েছে। ‘বাড়াবাড়ি’ হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউস থেকেও এই আইনের বিরোধিতা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতারাই বলছেন, প্রশ্নবিদ্ধ এই বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই এবং এ বিষয়ে হোয়াইট হাউসের সাথে আরো আলোচনার দরজা খোলা রয়েছে।

রিপাবলিকান পার্টির মুখপাত্র ও বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি মাইক ম্যাককল বলেন, ‘এই কমিটিতে, বিশেষ করে জাতি হিসেবে আমরা যখন কথা বলি, তখন আমরা সবসময় এক ও শক্তিশালী, আইসিসি ও বিচারকদের বিষয়েও তা ভিন্ন নয়। পক্ষপাতমূলক বিল উত্থাপন আমাদের উদ্দেশ্য নয়। আমরা এখানেই আছি।’

তবে, বিলটির বিরুদ্ধে প্রশাসনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাট মিলার।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি যে আইসিসির গৃহীত সিদ্ধান্তের বিরোধিতা করলেও আমরা এটাকে (বিল) উপযুক্ত মনে করি না, বিশেষ করে যখন ইসরাইলের ভেতরে চলমান তদন্ত চলছে। (আইসিসির সিদ্ধান্তের) প্রতিক্রিয়ায় আমাদের (যুক্তরাষ্ট্রের) জবাব কেমন হবে, সে বিষয়ে আমরা কংগ্রেসের সাথে কাজ করতে চাই। তবে আমরা নিষেধাজ্ঞা সমর্থন করি না।’

আইসিসি ও আন্তর্জাতিক বিচার আদালত উভয়ই গাজায় গত সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে হামাস ও ইসরাইলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের তদন্ত করছে।

গত মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট এবং তিনি হামাস নেতা-ইয়াহিয়া শিনওয়ার, মোহাম্মদ দেইফ ও ইসমাইল হানিয়াকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান।

নেতানিয়াহু ও অন্যান্য ইসরাইলি নেতারা আইসিসির এই পদক্ষেপকে ‘লজ্জাজনক ও ইহুদিবিরোধী’ বলে নিন্দা করেন। ইসরাইলের আত্মরক্ষার অধিকার সমর্থন করে আইসিসিকে কাঠগড়ায় তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির কংগ্রেস সদস্যরাও।

উল্লেখ্য, ইসরাইল আইসিসির সদস্য রাষ্ট্র নয়। ফলে ওই পরোয়ানায় নেতানিয়াহু বা দেশটির কোনো নেতার গ্রেফতার হওয়ার আশঙ্কা নেই। তবে, গ্রেফতারি পরোয়ানার কারণে বৈদেশিক সফর করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন তারা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত

সকল