ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ২ সদস্য নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুন ২০২৪, ২৩:২৪
ইসরাইলি হামলায় নিহত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ২ সদস্যের পরিচয় প্রকাশ করেছে দলটি। তারা হলেন, হুসেইন নাসেরেদিন (৪৪) এবং আলী সাবরা (৪৯)।
ইরান-মিত্র গোষ্ঠীটি আজ ইসরাইলের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে সীমান্তের পূর্ব দিকে ইসরাইলি সামরিক অবস্থানে কয়েক ডজন রকেট নিক্ষেপন।
গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরাইলের সাথে প্রতিদিন আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে। হিজবুল্লাহ দাবি করে যে তারা এ পর্যন্ত ইসরাইলের ৩০০ সেনাকে হত্যা করেছে।
২০০০ সালে প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী কয়েক দশক ধরে দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করে রেখেছিল। তখন আশঙ্কা জেগেছিল যে ইসরাইলের চূড়ান্ত লক্ষ্য লেবাননের পানি-সমৃদ্ধ দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করা।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত মাসে হুঁশিয়ারি দিয়েছিলেন যে হিজবুল্লাহর কর্মকাণ্ডের জন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা