ইসরাইলি হামলায় আরো ৬০ ফিলিস্তিনি নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুন ২০২৪, ১১:০৯
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরো ৬০ ফিলিস্তিনি নিহত ও ২২০ জন আহত হয়েছে। রোববার গাজাজুড়ে ইসরাইলের হামলায় এ নিহতের ঘটনা ঘটে।
সোমবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণে কমপক্ষে ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অবরুদ্ধ ছিটমহলে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, চলমান এ হামলায় ৮২ হাজার ৬২৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না’।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা