০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গাজার সমর্থনে উত্তাল ব্রুকলিন

গাজার সমর্থনে উত্তাল ব্রুকলিন - ফাইল ছবি

কখনো দেখা গেল পোস্টার হাতে ব্রুকলিন জাদুঘরের দিকে হাঁটছেন মানুষজন। কখনো আবার দেখা গেল, জাদুঘরের সামনে ও ভেতরে তাঁবু খাটিয়ে বসে রয়েছেন অনেকে। ফিলিস্তিনের সমর্থনে রোববার শত শত মানুষ এমনভাবেই বিক্ষোভ দেখালেন নিউ ইয়র্কের ওই প্রখ্যাত জাদুঘর পর্যন্ত মিছিল করে, ভেতরে জোর করে ঢুকে গিয়ে। সমাজমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল ঘটনার ছবি-ভিডিও। গ্রেফতারও হলেন বেশ কয়েকজন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এ দিন অন্তত ৫০০ থেকে ৭০০ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন জাদুঘরের সামনে। সকলেই ‘উইদিন আওয়ার লাইফটাইম’ নামে এক ইসরাইলবিরোধী দলের সদস্য।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, এ দিনের বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত সকলেরই হাতে ছিল নানা রকমের পোস্টার। কোনো পোস্টারে লেখা, ‘ফিলিস্তিনকে মুক্ত করো। গণহত্যাকে শেষ করো’। কোনো পোস্টারে আবার লেখা, ‘সাইলেন্স=ডেথ’, অর্থাৎ, নীরবতা মৃত্যুর সমতুল্য। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকাও।

প্রতিবাদ মিছিল জাদুঘর পর্যন্ত যাওয়ার পরে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অনেকে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছোড়েন। অনেকে আবার ব্যারিকেড ভেঙে, দওয়াল বেয়ে, নিরাপত্তাকর্মীদের সরিয়ে দিয়ে জাদুঘরের মধ্যে ঢুকে পড়েন। এই সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। অনেকে অবশ্য ততক্ষণে জাদুঘরের ভিতরে তাঁবু খাটিয়ে সেখানেই বসে পড়েছেন।

এ দিন জাদুঘরের তরফে দেয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিশৃঙ্খলায় বেশ কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement