ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি ফেরত দিলেন শহিদুল আলম
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুন ২০২৪, ২২:৪৬
বাংলাদেশী আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন (ইউএএল) থেকে পাওয়া সম্মানসূচক ডক্টরেট ফিরিয়ে দিয়েছেন।
রোববার (২ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতির কারণে তিনি ২০২২ সালের ৮ জুলাই ওই সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করেন।
কিন্তু ইউএএল ছাত্রদের ফিলিস্তিনের প্রতি সংহতি এবং বিশ্ববিদ্যালয়কে যুদ্ধবিরতির আহ্বান জানাতে দেখে তিনি আশান্বিত হন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভাইস চ্যান্সেলর জেমস পুরনেল কঠোর ইহুদি মানসের কারণে তাদের মত প্রকাশের স্বাধীনতা মেনে নেয়নি। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
এই কারণে আলম বলেছিলেন যে তিনি ইউএএলএর সাথে আর যুক্ত থাকতে পারবেন না। ফলে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার ডিনকে অবহিত করেছেন যে তিনি সম্মানসূচক ডক্টরেট ফিরিয়ে দেবেন।
এছাড়া গাজায় যুদ্ধবিরতির দাবি জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন এ বাংলাদেশি আলোকচিত্রী।
শহিদুল জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছে, তাদের আটকে দেওয়া হচ্ছে, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে এবং তাদের অবজ্ঞা করা হচ্ছে।
আর এসব কারণে ‘এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি আর যুক্ত থাকতে পারবেন না’ এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডিন এবং মিডিয়াকে জানিয়ে দিয়েছেন যে তিনি তার সম্মানজনক ডক্টরেট ডিগ্রি ফেরত দেবেন।
সূত্র: আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা