০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বাইতুল্লাহ তাওয়াফের পর হজযাত্রীর সৌভাগ্যের মৃত্যু

বাইতুল্লাহ তাওয়াফের পর হজযাত্রীর সৌভাগ্যের মৃত্যু - ছবি : সংগৃহীত

পবিত্র বাইতুল্লাহ শরিফ তাওয়াফ শেষেই সৌভাগ্যের মৃত্যুবরণ করলেন মালয়েশিয়ান এক হজযাত্রী।

গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই হজযাত্রীর নাম মোহাম্মদ জহির।

জানা গেছে, ওই দিন ৫০ বছর বয়সী হজযাত্রী মোহাম্মদ জহির রাত ৯টার পর সস্ত্রীক বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। তাওয়াফ শেষে সাঈ করতে যাওয়ার পথে হঠাৎ তিনি পড়ে যান। পরে কোনোমতে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান এবং কিছুদূর হেঁটে পুনরায় পড়ে গিয়ে জ্ঞান হারান। তৎক্ষণাৎ রেড সেখান ক্রিসেন্ট টিমকে সংবাদ দেয়া হলে তারে ঘটনাস্থলে পৌঁছে দেখে- মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মালয়েশিয়ান হজযাত্রী।

সাবাক নিউজ জানিয়েছে, তার কোনো ধরনের রোগ এবং স্থায়ী কোনো ব্যাধিও ছিলো না।

তার স্ত্রী বলেন, আমরা অনেক দেরিতে হজের আবেদন করেছিলাম এবং আমরা হজে যেতে পারবো কিনা এ ব্যাপারে আমাদের কোনো আশা ছিল না। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় দেরিতে আবেদন করা সত্ত্বেও আমরা এখানে এসে পৌঁছেছি। কেননা তার মৃত্যু হেরেমে লেখা ছিলো।

-উর্দু নিউজ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ

 


আরো সংবাদ



premium cement