বন্দী বিনিময় চুক্তিতে পূর্ণ সমর্থন ইসরাইলি রাষ্ট্রপতির
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুন ২০২৪, ১৭:২৪
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত বন্দী বিনিময় চুক্তির পূর্ণ সমর্থন দিয়েছেন ইসরাইলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ। তিনি শুক্রবার এক এক্সবার্তায় সেজন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদও জানান।
হারজোগ প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তিতে সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন করবেন। এটি ইসরাইলের অন্তর্নিহিত বাধ্যবাধকতা।
নেতানিয়াহু বাইডেন প্রস্তাবিত চুক্তি নিয়ে তীব্র চাপের মধ্যে রয়েছেন। সেখানে যুদ্ধবিরতির জন্য একটি তিন-পর্যায়ের পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ইসরাইলি বন্দীদের প্রত্যাবর্তন, গাজা থেকে পূর্ণ ইসরাইলি প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের পরিকল্পনা তৈরি করে।
ইসরাইলি বন্দিদের পরিবার এবং নেতানিয়াহুর অনেক পশ্চিমা মিত্ররা তাকে এই চুক্তিতে সম্মত হওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু তার উগ্র ডানপন্থী জোটের মিত্ররা এর তীব্র বিরোধিতা করেছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা