১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পশ্চিম তীর থেকে ইসরাইল ৮৯৮৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে

পশ্চিম তীর থেকে ইসরাইল ৮৯৮৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে - ছবি : সংগৃহীত

ইসরাইল ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত পশ্চিম তীর থেকে ৮৯৮৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী তাদের সর্বশেষ অভিযানে অন্তত ১০ জনকে গ্রেফতার করেছে।

প্রিজনার্স সোসাইটির মতে, গত রাতে জেনিন, হেব্রন, বেথলেহেম ও নাবলুসের গভর্নরেট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

ফিলিস্তিনি এই সোসাইটির মতে, ইসরাইল গাজার যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীর থেকে ৮ হাজার ৮৯৫ জন গ্রেফতার করেছে। এদের মধ্যে অনেককে তাদের নিজেদের বাড়ি থেকে এবং অনেককে সামরিক চেকপয়েন্ট থেকে আটক করেছে।

উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৩৭৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement