১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজার হাসপাতাল নিয়ে যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গাজার হাসপাতাল নিয়ে যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা - সূত্র : আল-জাজিরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪টি বর্তমানে আংশিকভাবে কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের তিনটি হাসপাতালই বর্তমানে বন্ধ রয়েছে। সেগুলো হলো আল-হেলাল আল-ইমারাতি হাসপাতাল, কুয়েত হাসপাতাল ও নাজ্জার হাসপাতাল

সংস্থাটি আরো জানিয়েছে, উত্তর গাজার দুটি হাসপাতাল- আল-আওদা ও কামাল আদওয়ানও বন্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এর অর্থ হলো রাফাহ ও উত্তর গাজার প্রায় অর্ধ মিলিয়ন লোকের ‘চিকিৎসা দেয়ার মতো কোনো হাসপাতাল’ চালু নেই।

সংস্থাটি যোগ করেছে, রাফাহ ক্রসিং বন্ধ করার ফলে রোগীদের চিকিৎসা ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে এবং হাসপাতালের কার্যকারিতাকে প্রভাবিত করে জ্বালানি ও চিকিৎসা সরবরাহের প্রবেশকে মারাত্মকভাবে সীমিত করেছে।

উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৩৭৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement