গাজায় সাহায্য পৌঁছার শেষ পথটিও নিয়ন্ত্রণে নিলো ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুন ২০২৪, ১৪:২৯
গাজায় সাহায্য পৌঁছার শেষ পথটিও নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইল। এখন গাজার চারদিকের সীমান্ত ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে। রোববার (২ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন-মিসর সীমান্তে ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইল। এর মধ্য দিয়ে কার্যত সকল সীমান্ত ইসরাইলের দখলে চলে গেছে। একইসাথে মিসরের সাথেও ভৌগলিকভাবে বিচ্ছিন্ হয়ে গেছে গাজা।
সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল গাজার সকল সীমান্তে অবরোধও জোরদার করেছে। এছাড়া মানবিক সাহায্য প্রবেশকেও সীমাবদ্ধ করে ফেলছে। এমনিতেই চলমান গাজা যুদ্ধের কারণে বড় ধরণের মানবিক সঙ্কটের মুখোমুখি হয়েছে সেখানের বাসিন্দারা। এরইমধ্যে ইসরাইলের নতুন পদক্ষেপ তাদেরকে আরো ভয়াবহ খাদ্য, পানি ও ওষুধের সঙ্কটে ফেলে দেবে।
গাজা সরকারের মিডিয়া অফিসের একটি বিবৃতি অনুসারে, গাজার ২ দশমিক ৩ মিলিয়ন ফিলিস্তিনি দৈনিক সাহায্যের উপর নির্ভর করছে। তাদের মধ্যে ২ মিলিয়ন একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।
ইসরাইলের ‘অনাহার রাখার’ নীতির কারণে প্রতিদিন ৭ মিলিয়নেরও বেশি খাবারের প্রয়োজন। উপরন্তু, বাস্তুচ্যুত জনসংখ্যার চাহিদা মেটাতে এই অঞ্চলে জ্বালানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসও পাঠাতে হবে।
যাইহোক, সাহায্য প্রবেশের উপর ইসরাইলের কঠোর নিষেধাজ্ঞা এবং সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সঙ্কটকে আরো গভীর করে তুলবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা