০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

জাবালিয়ায় ইসরাইলের দ্বিতীয় অভিযান : শেষ হয়েও হলো না শেষ

- ছবি : জেরুসালেম পোস্ট

প্রায় তিন সপ্তাহ পর জাবালিয়া শরণার্থী শিবিরে দ্বিতীয় অভিযান সমাপ্ত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এ অভিযান তারা গত ১১ মে শুরু করেছিল।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়, গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জাবালিয়ায় অভিযান পরিচালনা করে ইসরাইল। এরপর তারা জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষণা দিয়েছিল যে সমগ্র উত্তর গাজা তাদের নিয়ন্ত্রণে এসে গেছে। কিন্তু এই ঘোষণার পর আবার গত ১১ মে তাদের শুরু করতে হয়েছে দ্বিতীয় অভিযান। বড় বাহিনী নিয়ে আবারো তাদের যেতে হয়েছে গাজার আল শিফা হাসপাতাল ও জাবালিয়ায়।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, এবারের অভিযানে কঠোর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাদেরকে। প্রথম সপ্তাহেই তাদের বাহিনীর উপর ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড দ্বারা ৩৪১টিরও বেশি আক্রমণ করা হয়েছিল। শুধুমাত্র প্রথম পাঁচ দিনে তাদের শতাধিক ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখোমুখি হতে হয়েছিল।

সামরিক বাহিনী আরো জানিয়েছে যে জাবালিয়ায় হামাসের অবশিষ্ট বৃহত্তম টানেল নেটওয়ার্ক রয়েছে। নেটওয়ার্কের অনেকাংশ মুছে ফেলা সত্ত্বেও পুরো নেটওয়ার্কটি নির্মূল করতে আরো কয়েক বছর সময় লাগতে পারে।

তারা আরো জানিয়েছে, জাবালিয়ায় অভিযানের সময় হামাসের উপর দুই শতাধিক বিমান হামলা চালিয়েছে তারা।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement