১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনে উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

- ছবি : বাসস

রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। পিয়ংইয়ং মস্কোতে অস্ত্র পাঠাচ্ছে দীর্ঘদিনের এমন অভিযোগ নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে পেন্টাগনের নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে ‘ওপেন সোর্স ইমেজ’ ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে, এই বছরের জানুয়ারিতে ইউক্রেনের খারকিভ অঞ্চলে পাওয়া ধ্বংসাবশেষ উত্তর কোরিয়ার তৈরি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের।

ডিআইএ বুধবার এই প্রতিবেদনের ব্যাপারে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্লেষণে নিশ্চিত করা হয় যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’

ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘ইউক্রেন জুড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।’

দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে।

এদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন এই মাসে পিয়ংইয়ং রাশিয়ায় অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করে দাবিটিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement