ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩৬২২৪
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মে ২০২৪, ১০:২৯
গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ৩৬ হাজার ২২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে।
শুক্রবার চীনাভিত্তিক সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ৩৫৭ জন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরাইলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ২২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ৮১ হাজার ৭৭৭ জন।
এদিকে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, রাফাহ শহরের ‘নিরাপদ অঞ্চলে’ চার দিনের হামলায় ইসরাইলের সামরিক বাহিনী নারী ও শিশুসহ ৬০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।
সূত্র : আল-জাজিরা ও সিনহুয়া নিউজ এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা