১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধ : হাউছিদের সাগর থেকে নিক্ষেপনযোগ্য ব্যালিস্টিক মিসাইল দিলো ইরান

- ছবি : আরব নিউজ

ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের সমুদ্র থেকে উৎক্ষেপনযোগ্য ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বুধবার (২৯ মে) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাউছিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপনযোগ্য ব্যালিস্টিক মিসাইল ‘গদর’ দিয়েছে তেহরান। ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রটি আরো জানিয়েছে যে ইরান হাউছিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান।

ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে, এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে।

উল্লেখ্য, হাউছি সম্প্রদায় গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং লোহিত সাগরে চলাচলরত ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে, ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরাইলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরাইলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র : তাসনিম/আরব নিউজ


আরো সংবাদ



premium cement

সকল