আরেক পণবন্দীর ভিডিও প্রকাশ করলো পিআইজে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ১১:১৬
ফিলিস্তিন ইসলামিক জিহাদ (পিআইজে) মঙ্গলবার গাজায় বন্দী ইসরাইলি নাগরিক আলেকজান্ডার সাশা ট্রুপানোভের একটি ভিডিও প্রকাশ করেছে।
বুধবার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওর শুরুতেই আলেকজান্ডার সাশা ইসরাইলি জনসাধারণের পাশাপাশি ‘সমস্ত প্রতিবাদকারীদের’ সম্বোধন করেন।
তিনি এই বলে সংক্ষিপ্ত ভিডিওটি শুরু করেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে, আপনি গাজার অন্যান্য বন্দীদের পাশাপাশি আমার সাথে কী ঘটেছে তার সত্যতা শুনতে পাবেন।’
তার বার্তাটি ‘ধৈর্য ধরে অপেক্ষা করুন’ বিবৃতি দিয়ে শেষ হয়।
এই ভিডিও প্রকাশের পর হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আলেকজান্ডার ট্রুপানোভ বেঁচে আছেন এটা প্রমাণিত হলো। এজন্য ইসরাইলি সরকারকে অবশ্যই আলোচনাকারী দলকে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিতে হবে। যারা সমস্ত পণবন্দীদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
এদিকে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরাইলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ৮১ হাজার ২৬ জন।
এর আগে ইসরাইলে হামাস যে হামলা চালায় তাতে এক হাজার ২০০ জনের মৃত্যু হয়েছিল। হামাস ২৫৩ জনকে বন্দী করে নিয়ে গেছিল। এর মধ্যে শতাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে।
সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা