১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানের নতুন পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের ভাষণ

ইরানের নতুন পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার - ছবি : সংগৃহীত

গত সপ্তাহে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এরপর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মাদ মোখবার।

সোমবার (২৭ মে) দেশটির নতুন সংসদে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন তিনি।

রাইসির মৃত্যুর মাত্র এক মাসের মধ্যেই তার রেখে যাওয়া দায়িত্বভার যোগ্য মানুষের হাতে দিতে ইরানে যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলছে, ওই সময় মোখবারের এ ভাষণ জানান দিলো পর্দার আড়ালে থাকা এই আমলাও নামতে পারেন লড়াইয়ে।

এদিকে, ইরানের নতুন কট্টরপন্থী পার্লামেন্ট মঙ্গলবার তাদের নতুন স্পিকার নির্বাচন করবে বলে আশা করা হচ্ছে।

ভাষণে রাইসির ক্ষমতায় থাকাকালীন সময়ের প্রশংসা করে মোখবার বলেন, দেশের হার্ড কারেন্সির মূল উৎস ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, যা প্রতিদিন ৩ দশমিক ৬ মিলিয়ন ব্যারেলেরও বেশি বেড়েছে।

রোববার (২৬ মে) ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এখন প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল রফতানি করছে।

মোখবর আরো জোর দিয়ে বলেন, ইরান সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, ইসরাইল ও পাকিস্তানে সামরিক পদক্ষেপ নেয়ার পরও রাইসির অধীনে দেশের অর্থনীতি স্থিতিশীল ছিল।

মোখবার বলেন,‘আমরা ইসরাইলকে আঘাত করেছিলাম। তবুও লোকেরা সকালে ঘুম থেকে উঠে দেখে হার্ড কারেন্সি, মুদ্রাস্ফীতি, তারল্য, দাম আগের মতোই এবং বাজারও মানুষের চাহিদা অনুযায়ী পূর্ণ। এই শক্তি, বন্দোবস্ত এবং ক্ষমতা কোনো সাধারণ জিনিস নয়। এগুলো সবই সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা এবং আয়াতুল্লাহ রাইসির আন্তরিক প্রচেষ্টার কারণে সম্ভব হয়েছিল।’

গত ২০ মে হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পার্বত্য অঞ্চল থেকে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান ও অন্যদের লাশ উদ্ধার করা হয়।

আগামী ২৮ জুন রাইসির স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছে সেটি নির্ধারণ করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লড়তে প্রার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে বৃহস্পতিবার(৩০ মে) থেকে পাঁচ দিনের সময় দেওয়া হবে। মোখবার প্রার্থী হিসেবে নাম লেখাতে পারেন বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।

এদিকে, দেশটিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বনিম্ন ভোটের মাধ্যমে জয়ী হয়ে নবনির্বাচিত সংসদের প্রথম দিন ছিল সোমবার (২৭ মে)। অ্যাসোসিয়েটেড প্রেসের জরিপ অনুযায়ী, গত মার্চে অনুষ্ঠিত ২৯০ আসনের এই নির্বাচনে কট্টরপন্থীরা ২৩০টির বেশি আসন পেয়েছিল।

দেশ পরিচালনায় ইরানের সংসদ মুখ্য ভূমিকা পালন না করলেও বার্ষিক বাজেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এটি প্রেসিডেন্ট প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সূত্র : এপি/ইউএনবি


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির

সকল