১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক যুগ পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি

- ছবি : মিডল ইস্ট মনিটর

দীর্ঘ এক যুগ পর সিরিয়ায় রোববার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২০১২ সালের পর প্রথমবারের মতো রোববার সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে সৌদি আরব। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফয়সাল আল-মুজফেলকে দামেস্কে সৌদির রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, এক দশকেরও বেশি সময় আগে দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়। এরপর গত কয়েক মাস আগে আবার তাদের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। এরপরই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, দেশটির ক্ষমতাসীর বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে প্রায় এক বছর আন্দোলন-বিক্ষোভ করে গণতন্ত্রপন্থী নেতারা। কিন্তু তাদের কঠোরভাবে দমন করে বাশার সরকার। এর পরপরই ২০১২ সালের মার্চ মাসে সৌদি আরব দামেস্কে তার দূতাবাস বন্ধ করে দেয়।

গত মাসে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়া সফর করেছিলেন। এর কয়েকদিন আগেই সৌদি সফর করেছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement