১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিলিস্তিনিদের কথা স্মরণ করে কাঁদলেন ফরাসি কৌতুক অভিনেতা (ভিডিও)

রাগনার লে ব্রেতোঁ - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের দুর্দশা এবং গাজা উপত্যকায় অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে কথা বলার সময় নিজের নিয়ন্ত্রণ হারান ফরাসি কৌতুক অভিনেতা রাগনার লে ব্রেতোঁ। এ সময় সেখানে সংঘটিত অমানবিকতা ও হত্যাকাণ্ডের কথা স্মরণ করে অশ্রুসিক্ত হন তিনি।

ফরাসি চ্যানেল ‘ক্যানেল প্লাস’-এ প্রচারিত ‘ক্লিক’ শিরোনামের একটি প্রোগ্রামে সাক্ষাৎকার দেয়ার সময় ওই অভিনেতা বলেন, আমাদের জন্য নিরবে এভাবে চলাটা সম্ভব নয়। ফিলিস্তিনে যা ঘটছে তা স্বাভাবিক নয়। আমি যা অনুভব করি তাই বলছি এখানে। আর এটা লজ্জাজনক!

রাগনার লে ব্রেতোঁ অশ্রুসিক্ত হয়ে বক্তব্য অব্যাহত রেখে বলছিলেন, ইসরাইলি প্রতিক্রিয়া এবং এই গণহত্যা যা আমাদের চোখের সামনে অব্যাহত তা আমরা সকলেই প্রত্যক্ষ করেছি। আমাদের পক্ষে স্থির থাকা, আবার কোনো কিছু করাও সম্ভব নয়। কেমন যেন বিষয়গুলো এখন স্বাভাবিক হয়ে উঠেছে।

তিনি জোর গলায় বলছিলেন, আমার এ কথাগুলো কি আমাকে কর্মসংস্থান হারাতে বাধ্য করবে? আমি এটার পাত্তা দিই না।

ফরাসি অভিনেতা আরো বলেন, গাজায় যে শিশুগুলো মারা গেছে বা মারা যাচ্ছে তাদের এই সংখ্যা দেখাটা একজন বাবা হিসেবে আমার জন্য খুবই কঠিন। তিনি তাগিদ দিয়ে বলছিলেন, বিষয়টি ভয়াবহ এবং এটা খুব শিগগিরই বন্ধ হওয়া উচিত।

ফরাসি অভিনেতা বিশ্বের নানা প্রান্তে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান। যা মানুষের মধ্যে ঐক্য তৈরি করে সহাবস্থান গড়ে তুলতে সহায়তা করবে।

উল্লেখ্য, ফরাসি অভিনেতা রাগনার লে ব্রেতোঁ একজন কৌতুক অভিনেতা, মিশ্র মার্শাল আর্ট অনুশীলনকারী ও বাস্কেটবল খেলোয়াড়। রাজনৈতিক সততা এবং বিশ্বের মানব সমস্যাগুলোর প্রতি তার অবস্থানের জন্য তিনি সুপরিচিত।

-আলজাজিরা মুবাশির অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ

 


আরো সংবাদ



premium cement