ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জাতিসঙ্ঘ বিশেষজ্ঞের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২৪, ১৪:৫৯
গাজায় আগ্রাসন ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন বিষয়ক জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজ।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ রাফার তাঁবু ক্যাম্পে ইসরাইলের হামলাকে ‘আরো ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছেন।
সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে আলবানিজ বলেন, এই নিষ্ঠুরতা আন্তর্জাতিক আইন ও ব্যবস্থার স্পষ্ট লঙ্ঘন এবং এটি অগ্রহণযোগ্য।
তিনি বলেন, গাজায় গণহত্যা বহিরাগত চাপ ছাড়া সহজে শেষ হবে না। ইসরাইলকে অবশ্যই নিষেধাজ্ঞা, ন্যায়বিচার, চুক্তি স্থগিত, বাণিজ্য, অংশীদারিত্ব এবং বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের মুখোমুখি হতে হবে।’
এদিকে গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৩৫ হাজার ৯৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৮০ হাজার ৬৪৩ জন আহত হয়েছে। নানা ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছেন আরো অনেকে। হতাহতদের মাঝে অধিকাংশই নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা