১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ার ৩ পদস্থ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ফ্রান্স

- ছবি : এপি

সিরিয়ার শীর্ষস্থানীয় তিন নিরাপত্তা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল।

শুক্রবার (২৫ মে) মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দণ্ডিত তিনজন হলেন সিরিয়ার সাবেক তিন গোয়েন্দা কর্মকর্তা আলী মামলুক, জামিল হাসান এবং আবদুস সালাম মাহমুদ। শুক্রবার রায় ঘোষণার সময় তিনজই আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে ২০১৮ সাল থেকেই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল প্যারিস।

প্রতিবেদনে বলা হয়, প্যারিসের একটি আদালত যুদ্ধপরাধের সাথে জড়িত থাকার কারণে সিরিয়ার তিন উচ্চপদস্থ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটি ইউরোপের ইতিহাসে প্রথম যুগান্তকারী ঘটনা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, সিরীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক মাজেন দাবাগ ও তার ছেলে প্যাট্রিক দাবাগকে তারা গ্রেফতারে ভূমিকা রাখে। এরপর তাদেরকে নির্যাতন করে হত্যা করে। ২০১৩ সালে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ওই বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। পরে ২০১৮ সালে তাদের মৃত ঘোষণা করা হয়।

সূত্র : এপি


আরো সংবাদ



premium cement