ইসরাইলি ২ ট্যাঙ্কে হামাসের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২৪, ১৯:৫২
ইসরাইলের দুটি ট্যাঙ্কে হামলা করেছে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড। শনিবার (২৫ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড দাবি করেছে, তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে দু’টি ইসরাইলি ট্যাঙ্কে আঘাত করেছে।
টেলিগ্রামের এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, একটি ট্যাঙ্ক আবু জাতুন স্কুলের পেছনে এবং আরেকটি ক্যাম্পের আল-বুরাই মোড়ে ছিল। পরে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
এদিকে, সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিম সিরিয়ার শহর কুসায়েরের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরাইল। এতে হিজবুল্লার দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা