ইসরাইলি হামলায় সিরিয়ায় হিজবুল্লার ২ সদস্য নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২৪, ১৮:০৮
সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিম সিরিয়ার শহর কুসায়েরের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরাইল। এতে হিজবুল্লার দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছে।
শনিবার (২৫ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষক সংস্থার মতে, হামলার পর আগুন ধরে যাওয়া যানবাহনগুলো লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার দাবা সামরিক বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। তবে এই হামলার বিষয়ে ইসরাইল কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২৪ সালে এখন পর্যন্ত ইসরাইল সিরিয়ার ভূখণ্ডে ৪১টি হামলা চালিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এতে ১২ জন বেসামরিক নাগরিকসহ মোট ১৫৩ জন নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা