১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় যুক্তরাষ্ট্রের জেটি দিয়ে পৌঁছালো মানবিক সহায়তা

- ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানায়, যুক্তরাষ্ট্র-নির্মিত জেটি দিয়ে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে শুরু করেছে।

বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, ‘সহায়তা সরবরাহ শুরু হয়েছে। তবে সরবরাহের হার যথেষ্ঠ নয়, কারণ আমরা চাই আরো বেশি সহায়তা সরবরাহ হবে।’

প্রতিরক্ষা বিভাগের অনুমান, বুধবার রাতের মধ্যে ৮০০ টনের বেশি সহায়তা পৌঁছে যাবে।

নৌ-বাহিনীর ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র জেটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০০ টন সহায়তা বা প্রতিদিন প্রায় ৯০টি ট্রাকে সহায়তা সরবরাহ করা হবে। সিএনএন এ খবর জানায়।

গাজার বেশিভাগ এলাকা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকায় এই সহায়তা আসে। কিছু মানবিক সহায়তা কর্মকর্তারা বলছেন, কিছু অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। গত সপ্তাহে জেটিতে সহায়তা পৌঁছেছিল এবং তা ট্রাকে লোড করা হয়েছিল, কিন্তু ট্রাক কনভয় এবং এর বেশিভাগ পণ্য লোকজন ভীড় করে নিয়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

প্রাণঘাতী ঘটনা এড়াতে সহায়তা সংস্থাগুলো এখন কনভয়ের জন্য নিরাপদ রুটের সমন্বয় করছে।

এ দিকে, রয়টার্স জানায়, বুধবার রাতে ইসরাইলি ট্যাংকগুলো গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে অগ্রসর হয়েছে।

সামরিক অভিযানে রাফায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়। কয়েক লাখ মানুষ প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করছিল।

ইসরাইল বলেছে, গাজার অবস্থানগুলোতে আক্রমণ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তারা মনে করে, হামাসে সদস্যরা সেখানে লুকিয়ে আছে, যদিও সেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।

সম্প্রতি গাজার ২৩ লাখ মানুষের প্রায় অর্ধেক রাফাতে আশ্রয় চেয়েছে। রাফাতে ইসরাইল তার সামরিক অভিযান শুরু করার পর থেকে প্রায় ৮ লাখ মানুষ সেখান থেকে পুনরায় পালিয়ে যায়।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত

সকল