০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ইসরাইলি নারী সেনাদের আটক করার ভিডিও প্রকাশ

ইসরাইলি নারী সেনাদের আটক করার ভিডিও প্রকাশ - ছবি : সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার সময় একটি সামরিক ঘাঁটি থেকে পাঁচজন ইসরাইলি নারী সেনাকে আটক করার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।

জিম্মি হিসেবে আটক এসব সেনার পরিবার অনুমতি দেয়ার পর বুধবার ইসরাইলের একটি প্রচারণা দল এ ভিডিও প্রকাশ করে।

তিন মিনিটের ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, নারী সেনারা মাটিতে বসে আছেন, কারো কারো মুখে রক্ত, তাদের হাত পেছনে শক্ত করে বাঁধা। দক্ষিণ ইসরাইলের নাহাল ওজ ঘাঁটি থেকে তাদের বন্দী করা হয়।

জিম্মি ও নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফ্যামিলি ফোরামের এক বিবৃতিতে বলা হয়, হামাসের ক্যামেরায় ধারণ করা দুই ঘণ্টার ভিডিও থেকে এ ফুটেজ নেয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভিডিওতে তাদের অপহরণের সময়ে হিংসাত্মক, অপমানজনক ও আতংকজনক আচরণের বিষয়গুলো ফুটে উঠেছে।

ফুটেজের শেষ দিকে দেখা গেছে- এসব নারী সেনাকে হামাস একটি সামরিক জিপে তুলে নিয়ে যাচ্ছে।

ওই সামরিক ঘাঁটিতে হামাসের হামলায় ৫০ জনেরও বেশি ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন নারী সেনা।

এ সময়ে হামাস সাত নারী সৈন্যকে জিম্মি হিসেবে আটক করে। এদের মধ্যে একজনকে ইসরাইলের সামরিক অভিযানের সময়ে ছেড়ে দেয়া হয়। অপর একজনের লাশ উদ্ধার করে ইসরাইলকে হস্তান্তর করা হয়।

এদিকে হামাস বলেছে, ভিডিও ফুটেজে কারসাজি করা হয়েছে যাতে মিথ্যে অভিযোগ এবং প্রতিরোধের ভাবমূর্তিকে ক্ষুন্ন করা যায়।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনো হামাসের কাছে ১২৪ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার৭০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল