১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্রেফতারি পরোয়ানা : যা বলল হামাস ও ইসরাইল

গ্রেফতারি পরোয়ানা : যা বলল হামাস ও ইসরাইল - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইল। সোমবার আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন। হামাসের যে তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে, তারা হলেন ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ এবং ইসমাইল হানিয়া। এই গ্রেফতারি পরোয়ানা বড় ধরনের একটি ঘটনা।

হামাস সোমবার এক বিবৃতিতে জানায়, তাদের নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ আসলে 'হামলাকারী এবং হামলার শিকারকে সমান বিবেচনা করার সামিল।'

তারা হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারির অনুরোধ বাতিল করার দাবি জানিয়ে বলেন, নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে সাত মাস পরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে।

হামাস একইসাথে ইসরাইলের অন্য যেসব কর্মকর্তা ও সৈন্য অপরাধ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছে।

হামাস জানায়, ফিলিস্তিনিরা দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে। ফলে হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রোম চুক্তির বরখেলাফ।

এদিকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলওর সাবেক মুখপাত্র এবং আইনজীবী দিয়ানা বাত্তু উভয় পক্ষের লোকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে বলেন, আইসিসির করিম খান ভিত্তিহীনভাবে ভারসাম্য সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি বলেন, ইসরাইল গণহত্যা চালাচ্ছে। তাদের হামলায় ৩৫ হাজারের বেশি লোক নিহত হয়েছে। ১৫ হাজার শিশু নিহত হয়েছে। এখন তিনি ভারসাম্য বজায় রাখতে হামাসের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে ইসরাইলের রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রী এবং বিরোধী দলের নেতারা নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের নিন্দা করেছেন।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল


আরো সংবাদ



premium cement