রইসির পরিবারের প্রতি হাউসির সমবেদনা
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ১৪:১৩
পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মধ্যে অবস্থিত ডিজমার বনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হয়েছেন। তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাউসি মুখপাত্র।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হাউসি বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলি আল-হাউসি হেলিকপ্টার বিধ্বস্তে রইসি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি বলেন, ইরানি জনগণ, ইরানের নেতৃত্ব, প্রেসিডেন্ট রইসির পরিবার এবং তার সাথে থাকা প্রতিনিধি দলের নিহতের ঘটনায় আমাদের গভীর সমবেদনা রইল।
তিনি আরো বলেন, আমরা প্রার্থনা করি আল্লাহ যেন তাদের পরিবারকে ধৈর্য ধরার ক্ষমতা দেন। আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে হাজির হতে হবে।
কী হয়েছিল?
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সাথে একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান ছাড়াও আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিও ছিলেন।
আজারবাইজান সীমান্তে ইরানের উত্তরাঞ্চলে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এবং কী ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
ইরানের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেশী দেশ আজারবাইজনে একটি বাধের উদ্ধোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। সেখান থেকে ফেরার পথে দেশটির উত্তরাঞ্চলের পাবর্ত্য এলাকায় বিমানটি বিপজ্জনক অবতরণ করতে বাধ্য হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি বলেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার রোববার ‘হার্ড ল্যান্ডিং’ বা বিপজ্জনকভাবে অবতরণ করেছে।
ঘটনার পর অন্তত ৪০টি উদ্ধারকারী দল এবং ড্রোন পাঠানো হয়েছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘মহামান্য প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা বেশ কয়েকটি হেলিকপ্টারে করে দেশে ফিরছিলেন। পথে খারাপ আবহাওয়া এবং কুয়াশার কারণে একটি হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয়।’
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা