১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রইসিকে সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি - সংগৃহীত

ক্ষমতার সর্বোচ্চ শিখরের কাছাকাছি অবস্থানে ছিলেন ইব্রাহিম রইসি। তাকে তৈরি করা হচ্ছিল একেবারে সর্বোচ্চ আসনটির জন্য।

আকস্মিক দুর্ঘটনা সবকিছুর মোড় ঘুরিয়ে দিলো।

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি'র মৃত্যুর পর নতুন করে আলোচনায়, সর্বোচ্চ ধর্মীয় নেতার স্থলাভিষিক্ত হবেন কে?

আয়াতুল্লাহ্ আলি খামেনি'র বয়স এখন ৮৫ বছর। অনেক দিন ধরেই তার স্বাস্থ্য পরিস্থিতি আলোচনার কেন্দ্রে।

ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্টের দুঃখজনক মৃত্যুতে দেশটির নীতিতে কোনো পরিবর্তন আসবে, এমনটি ভাবার কারণ নেই।

তবে, কঠোর রক্ষণশীলদের নিয়ন্ত্রিত কাঠামোকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

তার প্রতিপক্ষের লোকেরা হয়তো এই সাবেক আইনজীবীর মৃত্যুতে স্বস্তিই খুঁজবেন। তার বিরুদ্ধে ১৯৮০'র দশকে রাজনৈতিক বন্দীদের গণসাজা দেয়ায় ভূমিকা রাখার অভিযোগ আছে। যদিও তিনি বরাবরই সেই অভিযোগ নাকচ করে এসেছেন। প্রতিপক্ষ আশা করে থাকবে, তার সাথে সাথে এই শাসনকালেরও ইতি ঘটবে।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ইরানের ক্ষমতাসীনরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়বেন। আবার, নিজেদের যাত্রা অব্যাহত রাখার ঘোষণাটা দেয়ার সুযোগও থাকছে সেখানে।

অ্যাসেম্বলি অফ এক্সপার্টে রইসি'র আসনটি পূরণ করতে হবে। এই অ্যাসেম্বলি সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement