০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সৌদি বাদশাহ আবারো অসুস্থ

বাদশাহ সালমান - ছবি : সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন।

এ কারণে গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ পরীক্ষা-নিরীক্ষা করা হবে জেদ্দার আল সালাম প্যালেসের ক্লিনিকে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার এ কথা জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমান ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন।

এতে আরো বলা হয়েছে, তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদল স্বাস্থ্য পরিস্থিতি জানতে এবং নিশ্চিত হতে কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন।

৮৮ বছর বয়সী বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরবের সিংহাসনে আসীন। তার ছেলে ৩৮ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান যুবরাজ হলেও কার্যত তিনিই দেশটি শাসন করছেন।

সৌদি বাদশাহর স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ করা হয়। তবে এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তির হওয়ার খবর জানিয়েছিল।

এছাড়া ২০২২ সালের মে মাসেও সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement