১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা ইস্যুতে ‘পথ হারিয়েছে বিশ্ব’ : জাতিসঙ্ঘ

গাজা ইস্যুতে ‘পথ হারিয়েছে বিশ্ব’ : জাতিসঙ্ঘ - সংগৃহীত

গাজার মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে সেটা দেখলেই বুঝা যায় ‘বিশ্ব পথ হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্টিন গ্রিফিথস বলেছেন, রাফাতে ইসরাইলের স্থল আক্রমণের বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সমস্ত ভবিষ্যদ্বাণী ‘সত্য হচ্ছে’।

রাফার বাস্তুচ্যুত জনসংখ্যা সামরিক আক্রমণের মুখোমুখি হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে আসা গ্রিফিথস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘রাফায় প্রায় কোনো খাবার অবশিষ্ট নেই এবং মানবিক প্রচেষ্টা হুমকির মুখে’।

তিনি বলেন, ‘বিশ্ব তার পথ হারিয়েছে এবং আমাদের তৈরি করা নিয়মে ফিরে যেতে হবে’।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিফিথস বলেন, গাজায় বর্তমানে যে দুর্ভিক্ষ বিরাজ করছে সেটি স্পষ্ট।

তিনি আরো বলেন, গাজায় যে দুর্ভিক্ষ বিরাজ করছে এটি বুঝার জন্য আমাদের বিজ্ঞানী হওয়ার দরকার নেই।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৩০৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরো ৭৯ হাজার ২৬১ ফিলিস্তিনি।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement