গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসঙ্ঘ শীর্ষ আদালতের প্রতি দ. আফ্রিকার আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ০৮:৩৪
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আদেশ দেয়ার জন্য বৃহস্পতিবার জাতিসঙ্ঘের শীর্ষ আদালতকে আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বৃহস্পতিবার রাফাতে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থার বিষয়ে শুনানির সময় এই আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা।
ইসরাইলকে গণহত্যার জন্য অভিযুক্ত করে নেদারল্যান্ডসের দ্য হেইগের আদালতে দক্ষিণ আফ্রিকা ডিসেম্বরে মামলা দায়ের করার পর থেকে এটি তৃতীয়বারের মতো আন্তর্জাতিক বিচারিক আদালত গাজার সংঘাতের বিষয়ে শুনানি করেছে।
নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত, ভুসিমুজি মাদনসেলা, ১৫ সদস্য ভিত্তিক আন্তর্জাতিক বিচারকের প্যানেলকে গাজা থেকে ইসরাইলকে 'সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে প্রত্যাহারের' নির্দেশ দেয়ার আহ্বান জানিয়েছেন।
আদালত ইতোমধ্যেই দেখেছে যে ইসরাইলের সামরিক অভিযানের কারণে গাজার ফিলিস্তিনি জনগণের জন্য একটি 'বাস্তব ও আসন্ন ঝুঁকি' রয়েছে। দক্ষিণ আফ্রিকার আইনি দলের সদস্য আইরিশ আইনজীবী ব্লিনে নি ঘ্রালাইঘ বলেছেন, 'আদালতের জন্য কাজ করার এটি শেষ সুযোগ হতে পারে।'
আদালতের বিচারকদের যুদ্ধবিরতি এবং অন্যান্য ব্যবস্থার আদেশ দেয়ার বিস্তৃত ক্ষমতা রয়েছে, যদিও আদালতের আদেশ প্রয়োগের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। রাশিয়ার ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসন বন্ধ করার দাবি করে আদালতের ২০২২ সালের আদেশটি এখনো গ্রাহ্য করা হয়নি।
এই বছরের শুরুর দিকে শুনানির সময়, ইসরাইল গাজায় গণহত্যাকে দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছিল যে তারা বেসামরিক লোকদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং শুধুমাত্র হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করে। দেশটি বলছে, রাফা হলো সদস্যদের শেষ শক্ত ঘাঁটি।
সর্বসাম্প্রতিক অনুরোধটি রাফায় অনুপ্রবেশের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে।
দক্ষিণ আফ্রিকা যুক্তি দেখায় যে সামরিক অভিযান ন্যায্য আত্মরক্ষাকে ছাড়িয়ে গেছে। আইনজীবী ভন লো বলেন, 'রাফায় ইসরাইলের কর্মকাণ্ড শেষ খেলার অংশ। গাজা ধ্বংসের এটিই শেষ পদক্ষেপ।'
সর্বসাম্প্রতিক অনুরোধ অনুসারে, আদালতের পূর্ববর্তী প্রাথমিক আদেশগুলো 'গাজার জনগণের একমাত্র অবশিষ্ট আশ্রয়স্থলের উপর একটি নৃশংস সামরিক আক্রমণ' মোকাবেলার জন্য যথেষ্ট ছিল না।
আজ শুক্রবার ইসরাইলকে অভিযোগের জবাব দেয়ার অনুমতি দেয়া হবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা