গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২৪, ১৭:৫৩
গাজা যুদ্ধ নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর একটি বক্তব্য ঘিরে বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা। গাজা যুদ্ধোত্তর পরিকল্পনার অভাব নিয়ে ইসরাইলি মন্ত্রিসভার এ বিভক্তি ওঠে এসেছে জনসমক্ষে।
বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, তিনি চান না ইসরাইলি সেনাবাহিনী গাজার নিয়ন্ত্রণ নিক বা শাসনভার গ্রহণ করুক।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি পুনরায় উল্লেখ করতে চাই... আমি অবশ্যই গাজায় ইসরাইলি সেনাশাসনকে সমর্থন করব না। ইসরাইলের অবশ্যই গাজায় বেসামরিক শাসন জারি করা উচিত হবে না।’
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করে গ্যালান্ত বলেন, গত অক্টোবর থেকে চলমান সংঘাতের শুরুর পর থেকেই আমি বিষয়টি অব্যাহতভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করে যাচ্ছি। কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছি না। প্রধানমন্ত্রীকে বলেছি, একটা সিদ্ধান্ত নেন।’
অপরদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে গাজার নিরাপত্তাজনিত বিষয়গুলোতে উন্মুক্ত নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরাইল।
তিনি এর আগে বলেছিলেন, হামাসকে পুরোদমে পরাস্ত করা ছাড়া এ সংঘাতের অবসান হবে না।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন- হামাস।
গ্যালান্তকে সমর্থন করেছেন যুদ্ধ মন্ত্রিসভার আরেক সদস্য বেনি গান্তজ। তিনি বলেছেন, তিনি (গ্যালান্ত) সত্য কথা বলেছেন এবং যেকোনো মূল্যে দেশের জন্য সঠিক কাজটি করা নেতৃত্বের দায়িত্ব।
জর্ডানের আম্মান থেকে আলজাজিরার সংবাদদাতা মোহাম্মদ জামজুম জানিয়েছেন, ‘সংকটময় সময়ে এটা সত্যিই ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভায় বড় ধরনের বিভক্তি।’
বিভক্তি ইসরাইল-যুক্তরাষ্ট্রেও
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেনও গ্যালান্তের সুরে কথা বলেছেন। তিনি মনে করেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরাইলের একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।
তিনি বলেন, ‘ইসরাইলি দখলদারিত্বকে আমরা সমর্থন করি না এবং করবও না। অবশ্যই আমরা গাজায় হামাস শাসনকেও সমর্থন করি না।’
এ বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনায় আসতে ইসরাইলকে তাগিদ দেন তিনি।
এদিকে, ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, নেতানিয়াহু প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বিনষ্ট হচ্ছে। গাজায় প্রতিদিন ইসরাইলি সৈন্য নিহত হচ্ছে। মন্ত্রিসভা অগোছালো এবং অকার্যকর। মন্ত্রিসভার বৈঠকেই মন্ত্রীরা প্রতিবাদ করছে।’
সোমবার পর্যন্ত তথ্য অনুসারে, চলমান যুদ্ধে ২৭২ জন ইসরাইল সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ হাজার ৬৭৪ জন।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা