১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস আনোয়ার ইবরাহিমের

হামাস প্রধান হানিয়ার সাথে আনোয়ার ইবরাহিমের সাক্ষাত - ছবি : মিডল ইস্ট মনিটর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার কাতারে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সাথে দেখা করেছেন। সেখানে তিনি গাজায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে এক এক্স বার্তায় আনোয়ার বলেন, মালয়েশিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী গাজা ও রাফায় সহিংসতা বন্ধে ভূমিকা পালনের জন্য তিনি হামাসের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করেছেন।’

তিনি আরো বলেন, মালয়েশিয়া রাফায় আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায়, বিশেষ করে মানবিক সহায়তা, ওষুধ এবং শিক্ষার দিকগুলোতে আরো জোরদার ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি বন্দীদের, বিশেষ করে শিশু ও মহিলাদের মুক্তি দিতে এবং আরব বিশ্ব, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি পরিকল্পনা গ্রহণ করার জন্য হামাসের ইচ্ছার প্রশংসা করেন। একইসাথে মালয়েশিয়া ইসরাইলকে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করতে, সকল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে এবং একটি শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

মালয়েশিয়া গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের জন্য ৪ দশমিক ২ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। ২০২১ সাল থেকে আগামী বছর পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থাকে ইউএনআরডব্লিউএকে দেয়া ২ লাখ মার্কিন ডলারের সহায়তার বাইরে ওই সহযোগিতা করে দেশটি।

দোহার হামাদ বিন খলিফা ইউনিভার্সিটিতে এক বক্তৃতার সময় আনোয়ার বলেন, বিশ্বের প্রধান শক্তিগুলোর ইসলামফোবিয়া, বৈষম্য এবং ভন্ডামির সমস্যা মোকাবেলায় মুসলিম বিশ্বের নেতাদের আরো বেশি শক্তি সঞ্চয় করতে হবে। মুসলিমদের অবশ্যই বুদ্ধিমান হতে হবে। শক্তির মূলে ফিরে যেতে হবে। আর তা হলো ইসলামী শিক্ষার অন্তর্নিহিত জ্ঞান, নৈতিকতা, করুণা, মানবতা এবং ধার্মিকতার সংস্কৃতি।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল