গাজা যুদ্ধের অবসান চায় অধিকাংশ ব্রিটিশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ মে ২০২৪, ১৩:৪৬
গাজা যুদ্ধের অবসান চায় অধিকাংশ ব্রিটিশ জনগণ। সম্প্রতি ইউগোভ নামের একটি জরিপ সংস্থার জরিপে এই তথ্য উঠে এসেছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইউগোভ নামের একটি সংস্থা জরিপ চালিয়েছে। তাদের জরিপে উঠে এসেছে যে অন্তত ৬৯ শতাংশ ব্রিটিশ গাজা যুদ্ধের অবসান চান।
গবেষকরা দেখেছেন ৬৯ শতাংশ উত্তরদাতা যুদ্ধবিরতি এবং ইসরাইলের সামরিক অভিযানের সমাপ্তি চান। আর মাত্র ১৩ শতাংশ চান, এই যুদ্ধ চলতে থাকুক।
এই পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার এক মাস পরের তুলনায় যারা যুদ্ধের অবসান চান, তাদের সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর যুদ্ধের প্রতি সমর্থন ২০ শতাংশ থেকেও নিচে নেমে এসেছে।
এই পরিসংখ্যানে ইসরাইলিদের তুলনায় ব্রিটিশ জনগণ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল দেখা গেছে।
সূত্র : মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা