০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আবার সংগঠিত হচ্ছে হামাস, কঠোর জবাব দিচ্ছে ইসরাইলিদের

উত্তর গাজার একটি ভবনে হামলার দৃশ্য - ছবি : নিউইয়র্ক টাইমস

ইসরাইলের সামরিক বাহিনী রাফাকে হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে আখ্যায়িত করে সেদিকে অভিযান চালাচ্ছে। এরই মধ্যে গাজার বিভিন্ন স্থানে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে দলটি। ফলে ইসরাইলি বাহিনীকে সতর্ক করা হয়েছে যে দলটি পুনর্গঠিত হয়ে আবারো দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি থাকতে পারে।

ইসরাইল রাফা সীমান্তে সেনাদের বহর আনার পর পুরো বিশ্বের মনোযোগ ছিল ওই সমরের দিকে। কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে উপত্যকার বিভিন্ন স্থানে ওই লড়াইগুলো হয়েছে। ইসরাইল ও হামাস উভয় পক্ষই বিষয়টি স্বীকার করেছে।

অবশ্য গত সাত মাসের যুদ্ধে গাজা উপত্যকায় একটি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে যে তুমুল যুদ্ধের পর ইসরাইল কোনো অঞ্চলকে হামাসমুক্ত ঘোষণা করে। এর পরপরই দলটি সংগঠিত হয়ে সেখানে তাদের বাহিনীর শক্ত অবস্থান জানান দেয়।

রোববার মার্কিন পররাষ্টমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন যে গাজা শাসনের জন্য ইসরাইল এখনো কোনো কাঠামো ঠিক করতে পারেনি। এতে তিনি খুবই হতাশ। তিনি মনে করেন, ইসরাইলের এই ব্যর্থতা গাজায় তাদের বিজয়কে টেকসই করবে না। ফলে শেষমেষ সেখানে পুনরায় হামাসের প্রতিষ্ঠাই প্রমাণিত হবে।

ইসরাইলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ওই সতর্কবার্তা আসে। জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়। সেখানে ওই দিন রাতে দুই ডজনের বেশি লক্ষ্যবস্তুতে বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।

ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামাস যোদ্ধারা মিলিত হচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে।

হামাসের পক্ষ থেকে রোববার বলা হয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরাইলি সেনাদের সাথে তুমুল লড়াই করেছে। এছাড়া জৈতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছেন যোদ্ধারা।

সূত্র : নিউেইয়র্ক টাইমস


আরো সংবাদ



premium cement