১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাফা ছাড়ল ৩ লাখ ফিলিস্তিনি

- ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনি সরে গেছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। সোমবার তারা রাফার ছাড়ার নির্দেশ দেয়ার পর ওই ফিলিস্তিনিরা আল মাওয়াসিত নামক স্থানে চলে গেছে।

এর আগে শনিবার ইসরাইলি সামরিক বাহিনী পূর্ব রাফা ও উত্তর গাজার আরো কিছু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। তাদের নির্দেশে অঞ্চলগুলোতে পুনরায় তীব্র বোমা হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement