জাতিসঙ্ঘে ফিলিস্তিনের সদস্যপদ সনদ ছিঁড়ে ফেলল ক্ষুব্ধ ইসরাইলি দূত
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২৪, ২৩:৪৭
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার সমর্থনে একটি প্রস্তাব পাস করার ঠিক আগে সনদপত্রটি ছিঁড়ে ফেলেছে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। শনিবার (১১ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার সমর্থনে একটি প্রস্তাবের পক্ষে ভোট হয়। সেখানে ভারতসহ ১৪৩টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ মোট নয়টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। এছাড়া ২৫ দেশ ভোটদানে বিরত থাকে। পরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফিলিস্তিনের পক্ষে প্রস্তাবটি পাস হয়। কিন্তু প্রস্তাব পাস করার ঠিক আগেই রাগে ও ক্ষোভে ইসরাইলি রাষ্ট্রদূত ওই প্রস্তাবে সনদপত্র ছিঁড়ে ফেলে।
সূত্রটি আরো জানায়, ইসরাইলি রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসঙ্ঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি গত মাসে নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোকে নস্যাৎ করেছে।
তিনি আরো বলেন, আজকের দিনটি জাতিসঙ্ঘের ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিনটি চলে যাবে। কিন্তু আমি চাই, গোটা বিশ্ববাসী এই দিনটির কথা মনে রাখুক।
সূত্র : এনডিটিভি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা