হামাসের নৌ-কমান্ডার নিহত, দাবি ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মে ২০২৪, ১৭:০৪
ইসরাইলি সামরিক বাহিনী বুধবার বলেছে, সাম্প্রতিক বিমান হামলায় গাজায় হামাসের নৌ-ইউনিটের কমান্ডার নিহত হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মোহাম্মদ আহমেদ আলী গতকাল এক বিমান হামলায় নিহত হন। আলীকে হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হামাস সূত্র জানায়, তিনি হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন।
ইসরাইলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি ভূখন্ডে হামলার সময় এবং গত সপ্তাহে মধ্য গাজাসহ গাজা উপত্যকায় যুদ্ধে আইডিএফ (আর্মি) স্থল সেনাদের বিরুদ্ধে আক্রমণের জন্য আলী দায়ী। যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সশস্ত্র শাখা ইসরাইলি বাহিনীর সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে। আল-কাসাম ব্রিগেড নিয়মিতভাবে ইসরায়েলি ভূখন্ডের দিকে রকেট ছুঁড়তে থাকে।
রোববার কেরেম শালোম ক্রসিংয়ে রকেট হামলার জন্য আল-কাসাম ব্রিগেডকে দায়ী করে বলেছে, এই হামলায় চার সেনা নিহত হয়েছে।
হামাস-চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে কমপক্ষে ৩৪ হাজার ৮৪৪ জন নিহত হয়েছে, যাদের বেশিভাগই নারী ও শিশু।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা