এবার যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে ইসরাইলি প্রতিনিধি দল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মে ২০২৪, ২০:১৩
এবার যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে ইসরাইলি প্রতিনিধি দল। মঙ্গলবার (৭ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের এক মুখপাত্র বলেছেন, হামাস সমর্থিত তিন-পর্যায়ের যুদ্ধবিরতি প্রস্তাবের আরো মূল্যায়ন করতে ইসরাইলি প্রতিনিধি দল শিগগির কায়রোর উদ্দেশে রওনা হবেন।
এর আগে ইসরাইল বলেছিল যে প্রস্তাবটি তাদের ‘মূল দাবি’ পূরণ করেনি। তাই এর পাশাপাশিই পূর্ব রাফায় আক্রমণের পরিকল্পনা এগিয়ে গেছে।
হামাসকে ধ্বংস করাই ইসরাইলের লক্ষ্য উল্লেখ করে বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে অবশ্যই অস্ত্র নামিয়ে ফেলতে হবে। একইসাথে ইসরাইলি বন্দীদের মুক্তি দিতে হবে।
সূত্র : আল জাজিরা