লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২৪, ২১:২০
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে হামলা করেছে ইসরাইল। এতে চার বেসামরিক নাগরিক নিহত হয়। রোববার (৫ মে) ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র।
রয়টার্সের খবরে বলা হয়েছে, লেবাননের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, মেইস আল জাবাল অঞ্চলে ইসরাইলি হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গাজায় ইসরাইলি আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে নিয়মিতভাবেই ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘর্ষ হচ্ছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা প্রতিশোধ হিসেবে লেবানন সীমান্তের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় ইসরাইলি শহর কিরিয়াত শমোনায় ১০টি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা