ইসরাইলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করবে নেতানিয়াহু সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২৪, ১৮:৩৬
ইসরাইলে কাতার-ভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন মন্ত্রিসভা। রোববার (৫ মে) সরকারি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি সংসদে একটি আইন পাস হয়েছে। এর মধ্য দিয়ে চলমান গাজা যুদ্ধে ইসরাইলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত বিদেশী সম্প্রচার মাধ্যমগুলোকে অস্থায়ীভাবে বন্ধের আইন করা হয়েছে। এরপর নেসেটে আল জাজিরা নিয়ে ভোট হলে সবাই সর্বসম্মতিক্রমে আল জাজিরার সম্প্রচার বন্ধের পক্ষে ভোট দেয়।
নেতানিয়াহু এক এক্সবার্তায় পোস্ট করেন, ‘আমার নেতৃত্বাধীন সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ইসরাইলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে।
তবে দেশটির একজন সংসদ সদস্য চ্যানেলটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। যে কারণে আল জাজিরা কর্তৃপক্ষ ইসরাইলি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা