ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মে ২০২৪, ০০:১৯
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউছি। শুক্রবার (৩ মে) দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় এ ঘোষণা দেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজার শহর রাফায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা আসতেই পাল্টা হুমকি দিয়েছে হাউছি সম্প্রদায়। দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেন, ভূমধ্যসাগর দিয়ে ইসরাইলি বন্দরের দিকে যাওয়া যেকোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সম্প্রচারের পর থেকেই এই ঘোষণা কার্যকর হবে। আর আমাদের অস্ত্রগুলো যেকোনো অঞ্চলে হামলা চালাতে সক্ষম।
তিনি আরো বলেন, স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারাটাও ইসরাইলগামী জাহাজগুলোতে হামালা চালানোর আরেকটি কারণ। গাজায় ইসরাইলি বাহিনী আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে ও ক্রমেই বাড়তে থাকবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা