রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মে ২০২৪, ১৫:১৯
দক্ষিণ গাজার সীমান্ত শহর রাফার চারপাশে চেকপোস্ট বসানোর পরিকল্পনা করছে ইসরাইল। দেশটির সামরিক পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞ এক সিনিময় মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, ইসরাইল রাফার চারো পাশে অত্যাধুনিক চেকপয়েন্ট স্থাপনের পরিকল্পনা করছে। এর মধ্য দিয়ে তারা এমন ব্যবস্থা করতে চাচ্ছে, যেন রাফা অভিযান শুরু হলে সেখান দিয়ে কেবল কিছু নারী ও শিশু অন্যত্র যাওয়ার সুযোগ থাকে। কিন্তু ‘সামরিক বয়সের’ কোনো পুরুষ সেখান দিয়ে অন্যত্র যাওয়ার সুযোগ থাকবে না।
সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে রাফায় ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। এরপরও সেখানে আক্রমণের জন্য ইসরাইল পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে।
সূত্র : মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা