বন্দীবিনিময় চুক্তি নিয়ে চাপে নেতানিয়াহু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২৪, ২২:৫২
বন্দীবিনিময় চুক্তি নিয়ে ক্রমাগত চাপে আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধ মন্ত্রিসভা। অবশিষ্ট বন্দীদের ছাড়িয়ে আনতে ব্যর্থতার কারণে দিন দিন ওই চাপ বৃদ্ধিই পাচ্ছে।
ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ইসরাইল যদি মিসরের প্রস্তাবে সম্মত হয়, তবে এটি হবে তার জন্য একটি অপমানজনক পরাজয়।
আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, এটি এমন একটি চুক্তি যা সরকারকে ভেঙে দেবে।
অন্যদিকে, মধ্য-ডানপন্থী মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, রাফার অভিযান যেমন গুরুত্বপূর্ণ, বন্দীদের প্রত্যাবর্তন আরো বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারের কোনো অধিকার থাকবে না যদি এর সদস্যরা বন্দী চুক্তিতে বাধা দেয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থানে নিয়মিত প্রতিবাদ হয়েছে। বিশেষ করে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহুর সরকারকে নানাভাবে অভিযুক্ত করা হচ্ছে। অভিযোগ ওঠেছে, তিনি যেন ক্ষমতায় থাকতে পারেন এবং নির্বাচনে যাওয়া এড়াতে পারেন, সেজন্য যুদ্ধকে দীর্ঘায়িত করে চলেছেন। বেশিরভাগ জরিপ বলছে, যদি নির্বাচন হয়, তবে নেতানিয়াহু অবশ্যই হারবেন।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা